বিশ্বজুড়ে নারীদের অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

বিশ্বজুড়ে নারীদের অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে নারীদের অধিকার এখন বড় হুমকির সম্মুখীন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে জাতিসংঘের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, নারীদের প্রতি শতাব্দীজুড়ে চলে আসা বৈষম্য এখন নতুন নতুন চ্যালেঞ্জের কারণে আরও তীব্র হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে গুতেরেস নারীদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস সতর্ক করে বলেন, যখন অগ্রগতি বিপরীত দিকে চলেছে, তখন বিশ্বকে চুপ করে দাঁড়িয়ে থাকার অধিকার নেই। তিনি বলেন, নারীদের বিরুদ্ধে চলে আসা বৈষম্য এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরও খারাপ হয়ে উঠছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি এসব নারীদের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে পক্ষপাতিত্ব ও হয়রানির পরিস্থিতি তৈরি করছে।

তিনি আরও বলেন, নারীদের শরীর এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, আর অনলাইন সহিংসতা বাস্তব জীবনে সহিংসতার রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে, নারীদের অধিকার ও সমান সুযোগের ধারণা বিকাশের পরিবর্তে পুরুষতন্ত্র ও নারী বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। গুতেরেস জানান, এই পরিস্থিতি চলতে থাকলে নারীরা আরও পিছিয়ে যাবে, যা নারী অধিকার উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা।

তিনি বিশ্বকে নারীদের অধিকার রক্ষায় এই আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানিয়ে বলেন, লিঙ্গ সমতা শুধু ন্যায্যতা নয়, এটি ক্ষমতারও বিষয়। এটি নির্ধারণ করে কে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে থাকবে এবং কে থাকবে না। গুতেরেসের বক্তব্যের পর, জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহোস মন্তব্য করেন, এখনকার মতো লিঙ্গ সমতার আহ্বান কখনো এতটা গুরুত্বপূর্ণ ছিল না, তবে তাদের সংকল্প আগের চেয়ে আরও দৃঢ়।

CATEGORIES
TAGS
Share This