যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩৪

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩৪

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো, যার ফলে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন নিহত হয়েছেন মিসৌরিতে। সিএনএন নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ঘটে রোববার, ১৬ মার্চ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যানসাসে ঝড়ের কারণে ৫৫টিরও বেশি গাড়ি দুর্ঘটনার শিকার হয়, যার ফলে অন্তত আটজন মারা যান। পাওয়ার আউটেজ ট্র্যাকার অনুসারে, শনিবার সন্ধ্যা নাগাদ মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ পাঁচটি রাজ্যের ১ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান তীব্র আবহাওয়ার কারণে মিসিসিপি, লুইসিয়ানা, টেনেসি, আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

মিসৌরির গভর্নর মাইক কেহো জানিয়েছেন, টর্নেডো এবং শক্তিশালী ঝড়ে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।

CATEGORIES
TAGS
Share This