বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৬ বছর বয়সী জাপানী নারী তোমিকো ইতুকা মারা গেছেন। শনিবার (৪ জানুয়ারি) শহরের মেয়র রিওসুকে তাকাশিমা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মেয়র রিওসুকে তাকাশিমা এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তোমিকো ইতোকার। ২০১৯ সাল থেকে তিনি ওই নার্সিং হোমে বসবাস করছিলেন। মৃত্যুকালে তার চার সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিলেন।

তোমিকো ইতোকার জন্ম ১৯0৮ সালের ২৩ মে, জাপানের ওসাকা শহরের কাছে আশিয়া এলাকায়। তিনি ছিলেন দুই ভাইবোনের মধ্যে একজন। ভলিবল খেলা এবং3,0৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দুইবার আরোহণের মতো অসাধারণ কৃতিত্ব ছিল তার। ২০ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন এবং গিনেস রেকর্ড অনুযায়ী তার দুই মেয়ে ও দুই ছেলে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে স্বামীর মৃত্যুর পর, তিনি জাপানের নারা শহরে একা বাস করতে থাকেন।

মেয়র রিওসুকে তাকাশিমা আরও জানান, ২০০৪ সালে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর, তুমি কো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। তোমিকো ইতুকা দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং যুগান্তকারী প্রযুক্তির অগ্রগতির সাক্ষী ছিলেন।

জাপানে প্রতিবছর এই দিনে বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে সরকারি ছুটি থাকে। মেয়র তাকাশিমা বলেন, “তোমিকো ইতুকা তার দীর্ঘ জীবনজুড়ে আমাদের সাহস ও আশাবাদ দিয়েছেন, এবং তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।”

CATEGORIES
TAGS
Share This