
রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার
রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে সিআইডি তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীরা জানান, তামান্না জেরিন দীর্ঘদিন ধরে মানবপাচারকারী চক্র পরিচালনা করছিল, যেখানে নির্যাতিতদের বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো।
তামান্না জেরিনের চক্রটি মূলত রাশিয়া এবং ইউক্রেনসহ বিভিন্ন দেশে মানুষ পাচার করতো। জানা গেছে, তামান্না নিজেই বেশ কিছু ব্যক্তিকে ইউক্রেনে পাঠিয়েছিল, যাদের পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। তার চক্রের মাধ্যমে এসব লোকজনকে মানবিক সংকটের মধ্যে ফেলানো হয়েছে, এবং এই পাচার কার্যক্রমে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তামান্নার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি মামলা রয়েছে, যেখানে তাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিআইডি জানায়, তার গ্রেপ্তারের পর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং মানবপাচার চক্রটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্তের গতি ত্বরান্বিত করা হবে।
এই গ্রেপ্তারের ফলে আন্তর্জাতিক মানবপাচার চক্রের বিরুদ্ধে রাশিয়া, ইউক্রেন ও বাংলাদেশে যৌথভাবে অভিযান পরিচালনার পথ সুগম হবে, যা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করবে। সিআইডি কর্তৃপক্ষ জানায়, তামান্নার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।