
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরে ৫টি জামাত অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টায়, সকাল ৯টায়, সকাল ১০টায় এবং সর্বশেষ সকাল পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী, মুকাব্বির হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ, মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।
শেষ জামাত, সকাল পৌনে ১১টায়, ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ, মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
যদি কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকেন, তবে বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন দায়িত্ব পালন করবেন।
এ বছর বায়তুল মোকাররমে ঈদের জামাত আয়োজনের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন আরও একবার সুষ্ঠু ও নিরাপদ নামাজের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে।