সিলেটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে সৌদিপ্রবাসীর মৃত্যু

সিলেটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে সৌদিপ্রবাসীর মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবদুল গফুর (৪৫) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (আজ) দুপুরে এ সংঘর্ষ ঘটে। গফুর সৌদি আরব থেকে সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তিনি আতাসন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিলু মিয়া ও আবদুল গফুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গফুর দেশে ফেরার পর এ বিরোধে উত্তেজনা বৃদ্ধি পায়। আজ দুপুরে গফুরের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমির কাছে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আবদুল গফুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবদুল গফুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

CATEGORIES
TAGS
Share This