অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ইউকেএম-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ইউকেএম-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় Universiti Kebangsaan Malaysia (UKM) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

বুধবার, ১৩ আগস্ট, কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে এই ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানায়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য দূরীকরণে প্রফেসর ইউনূসের যুগান্তকারী ভূমিকা এবং বৈশ্বিক পর্যায়ে তার চিন্তাধারার প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস তার ‘সামাজিক ব্যবসা’ মডেলের গুরুত্ব এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এই আয়োজনে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত প্রফেসর ইউনূসের সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

CATEGORIES
TAGS
Share This