মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ আটক শতাধিক অভিবাসী

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ আটক শতাধিক অভিবাসী

মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় পাহাং রাজ্যে অবৈধ অভিবাসী অভিযানে ১৩১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি।

সোমবার (১০ মার্চ) শুরু হয় দু’দিনব্যাপী এই অভিযান। রাজ্যের বেনটং এবং কুয়ান্টানের আশেপাশে বেশ কয়েকটি অবৈধ অভিবাসী ‘হটস্পট’ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বুধবার রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, আটককৃত অভিবাসীরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫) এর অধীনে বিভিন্ন অপরাধ করেছে। তার মতে, শনাক্ত হওয়া অপরাধগুলোর মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করা।

বিবৃতিতে বলা হয়, আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন মায়ানমার, ১ জন মিশরীয়, ২ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং ৮ জন থাই নাগরিক রয়েছেন।

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি ও নিয়োগকর্তাদের সর্বদা বলবৎ আইন মেনে চলার কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, যাদের কাছে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনও তথ্য আছে, তাদের এগিয়ে এসে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

CATEGORIES
TAGS
Share This