মাইক্রো নয়, ‘ম্যাক্রোহার্ড’—মাইক্রোসফটকে টেক্কা দিতে এলেন ইলন মাস্ক

মাইক্রো নয়, ‘ম্যাক্রোহার্ড’—মাইক্রোসফটকে টেক্কা দিতে এলেন ইলন মাস্ক

ইলন মাস্ক তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা AI মাধ্যমে নতুন এক প্রকল্প ঘোষণা করেছেন, যার নাম দিয়েছেন ‘ম্যাক্রোহার্ড’ (Macro-hard)। নামটি ব্যঙ্গাত্মকভাবে মাইক্রোসফটকে ইঙ্গিত করলেও প্রকল্পটি একেবারে বাস্তব ও উচ্চাকাঙ্ক্ষী। মাস্কের লক্ষ্য হলো সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন এক সফটওয়্যার কোম্পানি গড়ে তোলা, যা মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে সিমুলেট ও প্রতিস্থাপন করতে পারে। তাঁর দাবি, যেহেতু মাইক্রোসফট নিজস্ব হার্ডওয়্যার তৈরি করে না, তাই তা পুরোপুরি AI দিয়ে অনুকরণ সম্ভব।

‘ম্যাক্রোহার্ড’ প্রকল্পে AI- Grok চ্যাটবট ও Colossus সুপারকম্পিউটারের মাধ্যমে হাজার হাজার AI এজেন্ট তৈরি করা হবে, যারা স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা, সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও উন্নয়ন করবে। মাস্ক ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ট্রেডমার্ক আবেদন করেছেন এবং দক্ষ AI ইঞ্জিনিয়ারদের এতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে তিনি সরাসরি মাইক্রোসফটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

CATEGORIES
TAGS
Share This