
মাইক্রো নয়, ‘ম্যাক্রোহার্ড’—মাইক্রোসফটকে টেক্কা দিতে এলেন ইলন মাস্ক
ইলন মাস্ক তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা AI মাধ্যমে নতুন এক প্রকল্প ঘোষণা করেছেন, যার নাম দিয়েছেন ‘ম্যাক্রোহার্ড’ (Macro-hard)। নামটি ব্যঙ্গাত্মকভাবে মাইক্রোসফটকে ইঙ্গিত করলেও প্রকল্পটি একেবারে বাস্তব ও উচ্চাকাঙ্ক্ষী। মাস্কের লক্ষ্য হলো সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন এক সফটওয়্যার কোম্পানি গড়ে তোলা, যা মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে সিমুলেট ও প্রতিস্থাপন করতে পারে। তাঁর দাবি, যেহেতু মাইক্রোসফট নিজস্ব হার্ডওয়্যার তৈরি করে না, তাই তা পুরোপুরি AI দিয়ে অনুকরণ সম্ভব।

‘ম্যাক্রোহার্ড’ প্রকল্পে AI- Grok চ্যাটবট ও Colossus সুপারকম্পিউটারের মাধ্যমে হাজার হাজার AI এজেন্ট তৈরি করা হবে, যারা স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা, সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও উন্নয়ন করবে। মাস্ক ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ট্রেডমার্ক আবেদন করেছেন এবং দক্ষ AI ইঞ্জিনিয়ারদের এতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে তিনি সরাসরি মাইক্রোসফটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।