সিরিজ হামলার শিকার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি

সিরিজ হামলার শিকার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি

ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে, তবে এসব হামলার পেছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিত নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (২৪ জুন) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের সূত্র ধরে জানানো হয় যে, ধি-কার প্রদেশের ইমাম আলি সামরিক ঘাঁটিতে রাতের শেষ দিকে হামলা হয়, যেখানে রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একইভাবে, সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল মার্কিন বাহিনীর ইরাকে অবস্থানরত দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

অন্যদিকে, রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেইজ কমপ্লেক্সেও ড্রোন হামলা চালানো হয়। এটি একটি সাবেক মার্কিন সামরিক ঘাঁটির অংশ। একইসঙ্গে, উত্তরের ক্যাম্প তাজি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায়, যদিও কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত এসব হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

CATEGORIES
TAGS
Share This