
পোপ ফ্রান্সিসের মৃত্যুকে কেন্দ্র করে ভারত সরকার তিনদিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস, যার আসল নাম জর্জ মারিও বার্গোগলিও, সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে পরলোক গমন করেন। দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগছিলেন এই আর্জেন্টাইন ধর্মযাজক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
পোপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) এবং বুধবার (২৩ এপ্রিল) রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং তৃতীয় দিনটি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে পালন করা হবে।
২০১৩ সালের ১৩ মার্চ, পোপ হিসেবে নির্বাচিত হন বার্গোগলিও। দায়িত্ব গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে তিনি ‘ফ্রান্সিস’ রাখেন। দরিদ্রদের প্রতি তাঁর সহানুভূতির কারণে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন।
অলংকারময় জীবনধারার বিপরীতে ছিলেন তিনি। পূর্বসূরীদের মতো রাজকীয় অ্যাপোস্টলিক প্রাসাদে না থেকে, সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করেন পোপ ফ্রান্সিস।
তিনি এমন এক সময় গির্জার নেতৃত্ব গ্রহণ করেন, যখন ক্যাথলিক চার্চ শিশু নির্যাতনের ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছিল। একই সঙ্গে ভ্যাটিকানের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটও ছিল চরমে। এই সংকট নিরসনের দায়িত্ব নিয়েই তিনি পোপের পদে আসীন হন।