ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানশাসিত কাশ্মিরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে

ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানশাসিত কাশ্মিরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে

হঠাৎই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি প্রধান নদীতে পানিপ্রবাহ বেড়ে গেছে। যার ফলে ‘মাঝারি ধরনের বন্যা’ দেখা দিয়েছে সেখানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর, আল জাজিরা’র।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর সর্বশেষ এই ঘটনা ঘটল। হঠাৎ এই বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন।  

শনিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলাম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশুরা যেন নদীর তীরে চলে না আসে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঝিলাম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মির থেকে আজাদ কাশ্মির হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী এটি।

CATEGORIES
TAGS
Share This