যুক্তরাষ্ট্রে স্টারবাক্সে ‘অর্ডার না করলে আড্ডা নিষেধ’ নীতি ঘোষণা

যুক্তরাষ্ট্রে স্টারবাক্সে ‘অর্ডার না করলে আড্ডা নিষেধ’ নীতি ঘোষণা

যুক্তরাষ্ট্রে স্টারবাক্সে এখন থেকে বসে আড্ডা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু অর্ডার করতে হবে। কোম্পানিটি একটি নতুন আপত্তিকর বিধিনিষেধ চালু করেছে, যার ফলে কাস্টমারদের অর্ডার ছাড়াই কফি শপে বসে থাকার অনুমতি নেই। রোববার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবরটি প্রকাশ করেছে।

স্টারবাক্সের ৯% শেয়ার হোল্ডার মার্কিন সফল মিউচুয়াল ফান্ড কোম্পানি ভ্যানগার্ড গ্রুপ। তাদের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে।

এই নতুন নীতি ইতোমধ্যে স্টারবাক্সের উত্তর আমেরিকার শাখাগুলোর মধ্যে চালু করা হয়েছে, যা পূর্ববর্তী সাত বছরের নীতির বিপরীতে। আগে, কাস্টমাররা অর্ডার করুক বা না করুক, তারা কফি শপে বসে আড্ডা দিতে কিংবা বাথরুম ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন থেকে কেবল যারা কিছু কিনবেন, তারাই বসতে পারবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, নতুন নীতিমালায় আরও কিছু বিধিনিষেধও যোগ করা হয়েছে, যেমন দোকানে হয়রানি, সহিংসতা, হুমকিমূলক ভাষা, মদ্যপান, ধূমপান, এবং হাতাহাতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, এসব নিয়মের জন্য সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

তবে, কফি শপে বসে বই পড়া কিংবা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া এখন আর স্টারবাক্সে সম্ভব হবে না। নতুন এই নীতিমালা কাস্টমাররা কীভাবে গ্রহণ করবে, তা এখন দেখার বিষয়।

CATEGORIES
Share This