
লেগোর টুকরার ওপর খালি পায়ে দৌড়ে নতুন রেকর্ড গড়লেন।
ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা লেগোর টুকরায় হঠাৎ পা পড়লে যন্ত্রণায় কুঁকড়ে ওঠার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু নিউজিল্যান্ডের গ্যাব্রিয়েল ওয়াল সে ব্যথাকে চ্যালেঞ্জ জানিয়ে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
দুই সন্তানের এই মা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্র্যাকে খালি পায়ে দৌড়েছেন, যেখানে ছড়িয়ে ছিল প্রায় ৩০০ কেজি লেগোর টুকরা। সময় নিয়েছেন মাত্র ২৪ দশমিক ৭৫ সেকেন্ড।
ক্রাইস্টচার্চ শহরে গত ১৬ জানুয়ারি এই দুঃসাহসিক কীর্তি সম্পন্ন করেন তিনি। ‘ইমাজিনেশন স্টেশন’ নামে একটি শিশু শিক্ষা সংস্থা ওই লেগোগুলো সরবরাহ করে, যারা রোবোটিকস ও যান্ত্রিক শিক্ষায় শিশুদের প্রশিক্ষণ দেয়।
গ্যাব্রিয়েল জানান, রেকর্ড গড়ার জন্য তিনি দুই মাস ধরে খালি পায়ে চলাফেরা করেছেন—বাজার, রাস্তাঘাট এমনকি একটি বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত জুতা পরেননি। কতবার অনুশীলনে লেগোর ওপর দৌড়েছেন, তা নিজেও মনে রাখতে পারেননি।
৪ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে গ্যাব্রিয়েলের কীর্তির কথা তুলে ধরা হয়। কর্তৃপক্ষ মজা করে লিখেছে, ‘গ্যাব্রিয়েল ভিডিওতে সানগ্লাস পরে ছিলেন—সম্ভবত ব্যথায় চোখে পানি এসে গিয়েছিল, তাই তা আড়াল করতেই চশমা!’
নিজের অর্জন নিয়ে গ্যাব্রিয়েল বলেন, ‘নিজেকে এমন একটি সীমায় নিয়ে যেতে পেরে আমি গর্বিত।