
নিউইয়র্কের অফিস ভবনে বন্দুক হামলা: বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫, হামলাকারীও মৃত
নিউইয়র্ক সিটির ম্যানহাটানে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর অতর্কিত হামলায় এক বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম (৩৬)। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী শেন ডেভন তামুরা (২৭) নামে এক ব্যক্তি রাইফেল হাতে ভবনটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দিদারুল ইসলামসহ চারজন সাধারণ নাগরিক নিহত হন। পরবর্তীতে, হামলাকারী নিজেও আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটে ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৪৪ তলা বিশিষ্ট একটি ভবনে, যেখানে ব্ল্যাকস্টোন, কেপিএমজি, এনএফএল-এর মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মেয়র অ্যাডামস নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের বীরত্বের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী হয়েও এই শহরের প্রতি গভীর ভালোবাসা নিয়ে কাজ করতেন এবং অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। দিদারুল বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে, তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। এই ঘটনায় পুরো নিউইয়র্কে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোক বিরাজ করছে। পুলিশ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
