ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ফ্রান্স চলতি বছরের জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। নিউইয়র্কে জাতিসংঘের একটি কনফারেন্সে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে তিনি জানান। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে এগোতে হবে, এবং আমরা এটি কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে একাধিক দেশকে নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।”

মাখোঁ আরও বলেন, এই পদক্ষেপ কাউকে খুশি করতে নেওয়া হচ্ছে না, বরং এটি একটি যৌক্তিক এবং আবশ্যক পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।

ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেন, ফ্রান্সের এই স্বীকৃতি “ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির জন্য একটি সঠিক পদক্ষেপ হবে।”

ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিনকে আলাদা দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যদি ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি তাদের পররাষ্ট্র নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হবে।

CATEGORIES
TAGS
Share This