
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতার শর্ত আরও কঠিন করে নতুন সার্কুলার জারি
ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নতুন একটি সার্কুলার ইস্যু করেছেন, যা অভিবাসন সংক্রান্ত নিয়মাবলীকে আরও কঠোর করে তুলবে। নতুন সার্কুলারে বিশেষভাবে বৈধতা লাভের শর্তগুলো কঠিন করা হয়েছে, যেমন: বসবাসের শর্ত বৃদ্ধি, ফরাসি ভাষায় দক্ষতা অর্জন এবং আইন অনুসরণের শর্ত যোগ করা হয়েছে। সার্কুলারটি ফ্রান্সের সব প্রশাসনিক দফতর, বা প্রেফেকচুরগুলোর কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শুক্রবার বিকেলে ব্রুনো রোতাইয়ো এক সংবাদ সম্মেলনে সার্কুলারের বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি অভিবাসন নীতি কঠোর করার প্রতি তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এ ধরনের পদক্ষেপের পক্ষে ছিলেন।
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের একটি পদ্ধতি ছিল ‘সার্কুলার ভালস’, যা ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস চালু করেছিলেন। তবে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো বর্তমান সার্কুলারের মাধ্যমে আগের সার্কুলারটি বাতিল করেছেন।
‘সার্কুলার ভালস’ মূলত একটি আইনি নির্দেশনা ছিল, যা অভিবাসীদেরকে ব্যতিক্রমী পদ্ধতিতে নিয়মিত হওয়ার সুযোগ দিত। নতুন এবং পুরনো উভয় ক্ষেত্রেই, এই সার্কুলারটি আর কোনো সুবিধা প্রদান করবে না, কারণ আবেদন প্রত্যাখ্যাত হলে প্রেফেকচুর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।
২০২৩ সালে, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৫ হাজার অনিয়মিত অভিবাসী সার্কুলার ভালসের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় স্থিতিশীল সংখ্যা। তবে, ব্রুনো রোতাইয়ো জানান, অভিবাসীরা নিয়মিত হবেন প্রেফেকচুর প্রধানদের বিবেচনার ভিত্তিতে, এবং এটি স্বয়ংক্রিয় অধিকার হিসেবে গণ্য হবে না। এই ব্যবস্থার আওতায় নিয়মিতকরণ এখনো ‘ব্যতিক্রমী’ হিসেবে বিবেচিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ফ্রান্সে চার লাখ ৫০ হাজার অনথিভুক্ত অভিবাসীর মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৭৩৪ জন এইএস প্রক্রিয়ায় নিয়মিত হয়েছেন, যা মোট অনথিভুক্ত অভিবাসীদের মাত্র ৮ শতাংশ। নতুন এই আইন নিয়ে ফ্রান্সে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এবং তারা এ পরিবর্তনের ফলে কিভাবে প্রভাবিত হবে তা নিয়ে চিন্তিত।