
ডেনভারে উড্ডয়নের আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৭৩ যাত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের ঠিক আগে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শনিবার দুপুরে ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩-এর। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি রানওয়েতে অবস্থান করার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রাথমিক তদন্তে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় যাত্রীরা দ্রুত ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট ইঞ্জিন ত্রুটির কারণে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।