ইলন মাস্ক লন্ডনের মেট্রো স্টেশন থেকে বাংলা নামফলক সরানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন

ইলন মাস্ক লন্ডনের মেট্রো স্টেশন থেকে বাংলা নামফলক সরানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন

লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনের বাংলা নামফলক সরিয়ে ফেলার পক্ষে মত দিয়েছেন টেসলা ও এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন মাস্ক। সম্প্রতি ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের পক্ষ থেকে দাবি করা হয় যে, স্টেশনগুলোর সাইনেজ শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত। এ প্রসঙ্গে এক্স প্ল্যাটফর্মে মন্তব্য করে ইলন মাস্ক এই মতের প্রতি সমর্থন জানান।

উল্লেখ্য, ২০২২ সালে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় নামফলক বসানো হয়। এটি স্থানীয় কমিউনিটির জন্য গর্বের বিষয় হয়ে উঠলেও সাম্প্রতিক বিতর্কের কারণে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ইলন মাস্কের এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অনেকেই এর পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করছেন।

CATEGORIES
TAGS
Share This