গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

আজ সোমবার, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এ কর্মসূচি জোরেশোরে পালন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ঢাবি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজার পরিস্থিতির প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে এবং সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিসও বন্ধ থাকবে।

অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও তাদের বিজ্ঞপ্তিতে জানায় যে, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রমও স্থগিত থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে একটি সমাবেশ ডেকেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজগুলোতে আজ ক্লাস বন্ধ রয়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে হয়নি। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস হয়নি বলে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দিয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ঘোষণা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না এবং স্কুলে কিছু শিক্ষার্থী এসে ফিলিস্তিন বিষয়ক আলোচনা করেন।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে “নো ওয়ার্ক” কর্মসূচি পালন করবে। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সমর্থন ও মানবাধিকারের পক্ষে একসাথে দাঁড়িয়ে আছেন।

CATEGORIES
TAGS
Share This