‘সিআইডি’র এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের মধ্যে ক্ষোভ ও শোক

‘সিআইডি’র এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ভক্তদের মধ্যে ক্ষোভ ও শোক

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’-এর অন্যতম প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমনের মৃত্যু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। শিবাজী সতমের অভিনয়ে যে চরিত্রটি সারা ভারত জুড়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল, তা আর সনি টিভিতে দেখা যাবে না।

১৯৯৮ সাল থেকে ‘সিআইডি’-র প্রধান চরিত্র হিসেবে এসিপি প্রদ্যুমনের কাহিনী দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। কিন্তু সম্প্রতি প্রচারিত শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, এবং সেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়। এরপর সনি টিভি তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে পোস্ট করে, যেখানে জানানো হয় যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। পোস্টে লেখা ছিল, “একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমন (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।”

এ ঘোষণার পর থেকেই ‘সিআইডি’ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও শোক প্রকাশ করতে শুরু করেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘‘এটা কী করলেন আপনারা? আমাদের প্রিয় চরিত্র, যে চরিত্রটি এক পুরো প্রজন্মের স্মৃতির অংশ, তাকে এমনভাবে শেষ করে দিলেন?’’ এক ভক্ত আরও লিখেছেন, ‘‘এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যু। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাস শেষ করে দিলেন।’’

অভিনেতা শিবাজী সতম নিজেই এই চরিত্র থেকে বিরতি চেয়েছিলেন এবং তার কারণেই পর্দায় এসিপির মৃত্যু দেখানো হয়েছে। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি এই চরিত্রে অভিনয় করেছেন এবং প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব ও ন্যায়বোধের অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন।

‘সিআইডি’ ধারাবাহিকটি ১৯৯৮ সালে বিপি সিং নির্মিত ও প্রযোজিত হয়ে সনি টিভিতে প্রচার শুরু হয়, এবং ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে। এটি ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক হিসেবে পরিচিত।

CATEGORIES
TAGS
Share This