বার্লিনে জমকালো আয়োজনে পালিত হচ্ছে ‘কার্নিভ্যাল অব কালচারস’

বার্লিনে জমকালো আয়োজনে পালিত হচ্ছে ‘কার্নিভ্যাল অব কালচারস’

জার্মানির বার্লিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘কার্নিভ্যাল অব কালচারস’। আর এতে অংশ নিতে রাজপথে নেমেছে হাজারো মানুষ।

রোববার (৮ জুন) শুরু হওয়া ৩ দিনব্যাপী এ আয়োজনে যেন মাতোয়ারা শহরটির বাসিন্দারা। রং বেরংয়ের পোশাক পরে, নেচে-গেয়ে আনন্দে আত্মহারা সবাই।

শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, বাহারি পোশাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরছে বার্লিনে বসবাসরত বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষও। বাজনার তালে তালে চলছে কুচকাওয়াজ। সেইসাথে, সড়কে নেচে-গেয়ে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছে বাংলাদেশিদের একটি দলও।

উল্লেখ্য, জার্মানির বার্লিন এমন একটি শহর যা ‘কার্নিভ্যাল অব কালচারস’ নামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বৈচিত্র্যময়তা উদ্‌যাপন করে। বসন্তকালে অনুষ্ঠিত চার দিনব্যাপি এই অনুষ্ঠানটি ক্রুজবার্গের রাস্তাগুলোকে সঙ্গীত-নৃত্য-শিল্প-সংস্কৃতির এক অনন্য রূপে রূপান্তরিত করে।

এই উদ্‌যাপনের কেন্দ্রবিন্দুতে থাকে একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজ বা র‍্যালি। আর এতে অংশ নেয় পাঁচ হাজারের বেশি শিল্পী। তারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা অর্ধ মিলিয়নেরও বেশি দর্শনার্থীদের সামনে বর্ণিল পোশাকে তাদের প্রতিভা প্রদর্শন করে থাকেন।

CATEGORIES
TAGS
Share This