‘নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না’

‘নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না’

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আর মাত্র ১ বছর ৫ মাস বাকি। ২৩তম বিশ্বকাপের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। সেই বিশ্বকাপ হতে পারে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, যা তিনি নিজেই কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন।

তবে নেইমারের জন্য বিশ্বকাপের অংশ হতে চাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে তার বর্তমান চোট পরিস্থিতি। এমন এক পরিস্থিতিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও ডি সুজা দাবি করেছেন, নেইমার না থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা একেবারে নেই।

দুইবার বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকা সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, “যদি নেইমার ফিট থাকে, তাহলেই কেবল ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। ১৯৬২ সালে গারিঞ্চা, ৭০ সালে পেলে, ৯৪ সালে আমি এবং ২০০২ সালে রোনালদো বিশ্বকাপ জিতেছি। ২০২৬ সালে যদি ব্রাজিল নেইমারের জন্য না খেলে, তাহলে তারা বিশ্বকাপ জিততে পারবে না।”

বর্তমানে ৩২ বছর বয়সী নেইমারের জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ, কারণ ওই সময় তার বয়স ৩৪ হতে যাচ্ছে। কিছুদিন আগে সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই তিনি বলেছেন, “এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ শট। আমি সেখানে খেলার জন্য সব কিছু করতে চাই।”

তবে ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি যোগ দিতে হলে, তাদের বাছাইপর্বে ভালো ফল করতে হবে। ২০২২ কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের পারফরম্যান্সে কিছুটা ওঠানামা দেখা গেছে। কোচ দারিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ১৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৬টি জয়, ২টি হার এবং ৭টি ড্র করেছে। এই অনিয়মিত পারফরম্যান্সের কারণে লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে তারা পাঁচ নম্বরে অবস্থান করছে।

লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট পাবে, এবং সপ্তম দলকে প্লে-অফ খেলতে হবে। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে জায়গা করে নেবে, তবে তাদের বর্তমান পরিস্থিতি দেখে তা সুনিশ্চিত নয়।

CATEGORIES
TAGS
Share This