
আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিপ্টো প্রতারণার অভিযোগ
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলোই সম্প্রতি ক্রিপটোকারেন্সির প্রচার এবং প্রতারণার অভিযোগে আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিলোই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিব্রা নামে একটি ক্রিপটো মুদ্রার প্রচারণা চালান। তিনি ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ক্রিপটোকারেন্সি সহায়ক হিসেবে উল্লেখ করেন এবং বিনিয়োগের জন্য একটি লিংক শেয়ার করেন। এর ফলে কয়েনটির মূল্য দ্রুত বৃদ্ধি পায়।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মিলোই পোস্টটি মুছে ফেলেন। এর পরপরই মুদ্রাটির মূল্য ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।
এরপর দেশটির বিরোধী দলের কয়েকজন সাংসদ মিলোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। এছাড়া, আর্জেন্টিনার ফৌজদারি আদালতে মিলোইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে।