যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ প্রবাসী
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ জন প্রবাসী। গতকাল শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবানন থেকে প্রবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আইওএমের সমন্বয়ে। এ সহযোগিতায় ৪৭ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন, যারা দীর্ঘদিন ধরে লেবাননে থাকা অবস্থায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
ফেরত আসা বাংলাদেশি প্রবাসীরা জানান, লেবাননে সংঘাত, আর্থিক সংকট এবং কর্মসংস্থান সংকটের কারণে তাদের জীবন কঠিন হয়ে উঠেছিল। অনেকেই সেখানে আটকা পড়েছিলেন এবং তারা দেশে ফিরে এসে নিরাপত্তা ও ভালো অবস্থার আশায় ছিলেন। এসব প্রবাসীর জন্য আইওএম কর্তৃপক্ষ বিমানবন্দরে প্রত্যেককে ৫ হাজার টাকা পকেট মানি প্রদান করেছে, পাশাপাশি কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ফেরত আসা প্রবাসীদের আশ্রয় এবং সহায়তা প্রদানের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে এবং তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে, লেবাননে বর্তমানে এক বাংলাদেশি নাগরিক বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং অন্যান্য কর্তৃপক্ষ নিহতের বিষয়ে তদন্ত করছে।
এ পর্যন্ত, ১৯টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে মোট ১,২৪৬ জন বাংলাদেশি নাগরিককে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো অব্যাহত থাকবে।