
টসে জয়ের পর ফিল্ডিং নেওয়ার কারণ তুলে ধরলেন লিটন।
লিটন বলেন, “আন্তর্জাতিক ম্যাচে বড় ব্যবধানে জয় মানেই দলের উন্নতির প্রতিচ্ছবি। প্রতিদিন সবার ব্যাট করার দরকার পড়ে না। এমন দিন আসবে যখন সবাই ব্যাটিং করবে। কিন্তু সব ম্যাচেই তা হওয়া উচিত নয়। এটি বরং ভালো দিক—দুই ম্যাচেই সবাইকে ব্যাট করতে হয়নি। আজ (তৃতীয় ম্যাচে) অনেকেই ব্যাট করার সুযোগ পেয়েছে, যা ইতিবাচক।”

নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানান তিনি। “আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই সমীহযোগ্য। সবাইকে সম্মান দিয়েই মাঠে নামতে হয়, এবং আমরাও সেটাই করি। প্রতিদিন নিজেদের আরও ভালো করার চেষ্টা করি,”—যোগ করেন লিটন।
তৃতীয় ও শেষ ম্যাচে অবশেষে বাংলাদেশ পায় আগে ব্যাটিংয়ের সুযোগ—তাও নেদারল্যান্ডস টসে জেতায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি। আবহাওয়া নিয়ে আক্ষেপ করে লিটন বলেন, “আবহাওয়ার কিছু করার নেই। যতটুকু খেলা হয়েছে, তাতে অন্তত যারা আগের দুই ম্যাচে ব্যাটিং পায়নি, তারা সুযোগ পেয়েছে। বোলাররাও যদি সুযোগ পেত, আরও ভালো হতো। তবে সেটাও আমাদের নিয়ন্ত্রণে নয়।”