মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কসমো অনলাইনের প্রতিবেদনে জানা যায়, শ্রমিকটি ভবনে কাজ করার সময় ৮ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যান। এ ঘটনার পর পরই পেরাক ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের জরুরি সেবা বিভাগে ফোন আসার পর এক দল উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। তারা শ্রমিকটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তবে, উদ্ধারকর্মীরা জানান, তাদের পৌঁছানোর আগেই অন্য শ্রমিকরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) পদ্ধতি প্রয়োগ করেন। সিপিআর হলো একটি জরুরি চিকিৎসা পদ্ধতি যা হৃদপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধারে ব্যবহৃত হয়। কিন্তু, সকল প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত শ্রমিকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি, তবে তার বয়স ৪৩ বছর বলে জানা গেছে। মরদেহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

CATEGORIES
TAGS
Share This