মেসিকে ছাড়িয়ে যেতে রোনালদোর রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন মাত্র একটি গোল।

মেসিকে ছাড়িয়ে যেতে রোনালদোর রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন মাত্র একটি গোল।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, প্রতিপক্ষ আর্মেনিয়া। নাম শুনেই অনেকে হয়তো কাঁধ ঝাড়িয়ে চলে যেতেন। কিন্তু যখন দলে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন খেলার দিকে চোখ না রাখাটাই যেন অন্যায়! কারণ, এই ম্যাচটা শুধুই আরেকটা আন্তর্জাতিক ম্যাচ ছিল না—এটা ছিল ইতিহাস গড়ার এক মোক্ষম সুযোগ।

ম্যাচের আগে রোনালদোর বিশ্বকাপ বাছাইপর্বে গোল সংখ্যা ছিল ৩৬, ঠিক লিওনেল মেসির মতো। মাত্র একটি গোল করলেই ছাড়িয়ে যেতেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে। আর তিনটি গোল করলেই ছুঁয়ে ফেলতেন বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

খেলার শুরু থেকেই রোনালদো ছিলেন ছন্দে। ম্যাচের ২১ মিনিটেই পেলেন কাঙ্ক্ষিত সেই গোল—জোয়াও ফেলিক্সের ১০ মিনিটের গোলের পরই স্কোরলাইন হলো ২-০। মেসিকে ছাড়িয়ে গেলেন, ইতিহাসে এগিয়ে রাখলেন নিজেকে।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের গোলসংখ্যা দাঁড় করালেন ৩৮-এ। ফেলিক্স আর কানসেলোও এক একটি করে গোল যোগ করলে ম্যাচ শেষ হয় পর্তুগালের ৫-০ গোলের জয়ে।

কিন্তু এই জয়ের চেয়েও বড় Schlagzeile (শিরোনাম) হয়ে উঠেছে রোনালদোর ব্যক্তিগত অর্জন। এতদিন মেসির সঙ্গে সমানে সমান ৩৬ গোল ছিল রোনালদোর। এখন মেসি পেছনে, রোনালদো একাই সামনে।
তালিকাটা দেখতে এখন এমন—

  • মেসি: ৩৬ গোল, ৭২ ম্যাচ
  • রোনালদো: ৩৮ গোল, মাত্র ৪৮ ম্যাচ!

তবে রেকর্ডযাত্রা এখানেই শেষ নয়। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন হাতের নাগালে। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের রেকর্ড—৩৯ গোল, ৪৭ ম্যাচ। রোনালদো এখন রয়েছেন মাত্র এক গোলের দূরত্বে।

সময়টা যেন রোনালদোর—মেসিকে ছাড়িয়ে এখন তাকিয়ে আছেন আরেকটি বড় রেকর্ডের দিকে। প্রশ্ন একটাই: এগিয়ে থাকা কি থামার নাম, নাকি শুধু শুরু?

CATEGORIES
TAGS
Share This