
শরীয়তপুরে পদ্মার পাড়ে গড়ে উঠেছে টাটকা মাছের ব্যস্ত বাজার, যেখানে প্রতিদিন বেচাকেনা হয় দেড় কোটি টাকার বেশি।
শরীয়তপুরে পদ্মার পাড়ে গড়ে উঠেছে টাটকা মাছের ব্যস্ত বাজার, যেখানে প্রতিদিন বেচাকেনা হয় দেড় কোটি টাকার বেশি।
১৯৭৫ সালে পদ্মা নদীর তীরে ছাপড়া ঘর ও ছোট দোকান দিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর বাজারের যাত্রা শুরু হয়। সময়ের সাথে বাজারটি দেশের অন্যতম টাটকা মাছের বাজারে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার মাছ বিক্রি হয় বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।

পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ক্রেতারা সরাসরি বাজারে আসছেন। প্রথমে নৌপথে যাতায়াত হলেও ২০০০ সালে সড়ক যোগাযোগ এবং পরে সেতু চালুর পর যাতায়াত অনেক সহজ হয়।
প্রতিদিন কয়েক শ জেলে পদ্মা নদীতে মাছ ধরে বাজারে নিয়ে আসেন। বাজারে রয়েছে ৪টি আড়ত ও ৩৫টি খুচরা দোকান। ইলিশ, বোয়াল, পাঙাশ, কাতলা, চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। দাম প্রতি কেজি ৮০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।
বাজারের বিকাশ সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা জানান, শুরুতে স্থানীয়রা সীমিত পরিসরে কেনাবেচা করলেও এখন বাইরের ক্রেতা ও জেলের সংখ্যা অনেক বেড়েছে। কেউ কেউ প্রতিদিন ৪–৫ লাখ টাকার মাছ বিক্রি করেন।
জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, পদ্মা, মেঘনা ও কীর্তিনাশাসহ তিনটি নদী এবং অসংখ্য খাল থেকে প্রতিদিন ২৫–৩০ মেট্রিক টন মাছ ধরা হয়। এর বড় একটি অংশ বেচাকেনা হয় পালেরচর বাজারে। মৎস্য কর্মকর্তা জানান, বাজারে সারা দিনই টাটকা মাছ পাওয়া যায়, তাই জেলেরা ভালো দাম পাচ্ছেন এবং ক্রেতারাও সন্তুষ্ট।