যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ৬১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১ আগস্ট) মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে তাদের দেশে পাঠানো হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই বাংলাদেশিরা শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তবে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সূত্র বলছে, এই দফায় ৩০ জন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে, যদিও প্রাথমিকভাবে ৬০ জন ফেরত আসার কথা ছিল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হয়। ভারত ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের অভিবাসীদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলেও, বাংলাদেশিদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মানবিক আচরণ বজায় রেখেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার মানবিক আচরণের ওপর জোর দেওয়ার প্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষ সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। এবারও ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে যথাযথ মানবিক আচরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

CATEGORIES
TAGS
Share This