
‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যা বললেন আজহারী ও আহমাদুল্লাহ
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দেশের সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি মেনহাজউদ্দিন আজহারী এবং মাওলানা আহমাদুল্লাহ।
এক ভিডিও বার্তায় আজহারী বলেন,
“গাজায় আমাদের ভাই-বোনেরা যেভাবে শহীদ হচ্ছেন, ঘরবাড়ি হারাচ্ছেন, তা চরম হৃদয়বিদারক। এই পরিস্থিতিতে চুপ থাকা অপরাধ। ‘মার্চ ফর গাজা’ শুধু একটি প্রতিবাদ নয়, এটি আমাদের ঈমানী দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানবতার পক্ষে দাঁড়ানোর এক ঐক্যবদ্ধ ডাক। আসুন সবাই মিলে রাস্তায় নামি, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই।”
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মাওলানা আহমাদুল্লাহ বলেন,
“ইসলাম অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা দেয়। গাজার শিশুর কান্না, মায়ের আর্তনাদ আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। যারা যেতে পারবেন, অনুগ্রহ করে এই ‘মার্চ ফর গাজা’-তে শরিক হোন। যারা যেতে পারবেন না, অন্তত দোয়া ও দাওয়াত দিয়ে অংশ নিন।”
এই দুই প্রভাবশালী ইসলামী চিন্তাবিদের আহ্বানে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে ‘#MarchForGaza’ ট্রেন্ডিং হচ্ছে এবং ইতোমধ্যে হাজারো মানুষ অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।