‘জংলি’ সিনেমার শো দ্বিগুণ: দর্শকের চাহিদায় সিনেমা পাচ্ছে ব্যাপক সাড়া

‘জংলি’ সিনেমার শো দ্বিগুণ: দর্শকের চাহিদায় সিনেমা পাচ্ছে ব্যাপক সাড়া

নির্মাতা এম রহিমের সিনেমা জংলি ঈদুল ফিতরের ৯ দিন পরেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। দর্শকের বিপুল চাহিদার কারণে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

দেশের বিভিন্ন সিনেমা হল ঘুরে জানা গেছে, জংলি সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে সামাজিক সচেতনতামূলক বিষয়বস্তু সিনেমাটির প্রশংসা পাচ্ছে। সিনেমাটি শিশুদের শ্লীলতাহানির মতো গুরুতর বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে, যা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

সিনেমাটি দেখে অনেক দর্শক জানিয়েছেন, জংলি থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং তাদের মতে, এই সিনেমাটি সবাইকে একবার হলে গিয়ে দেখা উচিত। তবে, কিছু দর্শক শো না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন, যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানিয়েছেন, প্রথমদিকে জংলি সিনেমার শো সংখ্যা কম ছিল কারণ অন্যান্য সিনেমা যেমন বরবাদ এবং দাগি প্রচারের কারণে শো সংখ্যা সীমিত রাখা হয়েছিল। কিন্তু দর্শকদের চাপের কারণে এক সপ্তাহের মাথায় স্টার সিনেপ্লেক্সে শো দ্বিগুণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “জংলি একটি দীর্ঘকাল ধরে চলার সিনেমা। এটি একটি পরিবারের সবাইকে নিয়ে দেখার উপযুক্ত ছবি। আমি বিশ্বাস করি, দিন দিন এর শো সংখ্যা আরও বাড়বে। যেসব সিনেমা পরিবারের দর্শকদের আকৃষ্ট করতে পারে, সেগুলোই দীর্ঘমেয়াদী সাফল্য পায়।”

স্টার সিনেপ্লেক্সের তথ্যমতে, ঈদের দিন জংলি সিনেমার সাতটি শো ছিল। পরের দিন এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯টি, তবে চতুর্থ দিনে এটি কমিয়ে ৬টি শো দেয়া হয়। কিন্তু অষ্টম দিনে শো সংখ্যা বেড়ে ৮টি হয়, এবং নবম দিনে গিয়ে শো সংখ্যা দাঁড়ায় ১৪টি, যা মুক্তির প্রথম দিনের সংখ্যার দ্বিগুণ।

জংলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য লিখেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটির সঙ্গীতের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ। প্রধান চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করেছেন, যার বিপরীতে দেখা গেছে প্রার্থনা ফারদিন দীঘি এবং শবনম বুবলীকে। এছাড়া শিশু শিল্পী নৈঋতা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু সহ আরও অনেকে।

CATEGORIES
TAGS
Share This