যুদ্ধ বন্ধের দাবিতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধর্মঘট

যুদ্ধ বন্ধের দাবিতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধর্মঘট

গাজায় ইসরায়েলের একের পর এক হামলার ফলে ফিলিস্তিনিরা অসহায় অবস্থায় রয়েছে, এবং গোটা গাজা অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনিরা ধর্মঘট পালন করেছেন। ৭ এপ্রিল, সোমবার, এই খবরটি জানায় আরব নিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার আতঙ্কে পশ্চিম তীরের বিভিন্ন দোকানপাট, স্কুল এবং সরকারি অফিসগুলো বন্ধ ছিল। পূর্ব জেরুজালেমের সালাহেদ্দিন সড়কও ছিল একেবারে ফাঁকা।

ফাতাহ, হামাসসহ ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনগুলোর জোট ‘ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন এবং চলমান হত্যাকাণ্ড’ এর প্রতিবাদে এই ধর্মঘটের আয়োজন করেছিল। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, শরণার্থী শিবির এবং সমর্থকরা এই ধর্মঘটের সমর্থনে যুক্ত হন।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামলা শুরু করে, এবং দীর্ঘ ১৫ মাস পর, ১৯ জানুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়।

CATEGORIES
TAGS
Share This