
ফিফা বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৩ গোল
ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা।
ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ।

এরপর অনেকটা নড়েচড়ে ওঠে ব্রাজিল। ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাওদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা।
তবে গোল করে কোন লাভ হয়নি। কারণ- ২ গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার।
TAGS কমিউনিটির খবর