
আজ যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যমুনা নদীর তীরে, যেখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করবেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে, পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা ১১টা ২০ মিনিটে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন চলবে। পরে বেলা ১১টা ৪০ মিনিটে সয়দাবাদ রেলস্টেশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দুপুর ১২টায় অতিথিরা ইব্রাহিমাবাদ স্টেশনে ফিরে আসবেন।
জাপান এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এই সেতু ৪.৮ কিলোমিটার দীর্ঘ এবং এতে মোট ৫০টি পিলার ও ৪৯টি স্প্যান রয়েছে। সেতুটির নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা।

ইব্রাহিমাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানিয়েছেন, নতুন সেতু দিয়ে ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের পর প্রথম দফায় ট্রেন চলাচল করবে ৯০ কিলোমিটার বেগে, যা আগের যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচলের সময়ের তুলনায় অনেক দ্রুত হবে।
বাংলাদেশ রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, ইব্রাহিমাবাদ ও সয়দাবাদ স্টেশন ভবনগুলোর আধুনিকীকরণ কাজ শেষ হয়েছে। নতুন সেতুর মাধ্যমে ব্রডগেজ ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং মিটার গেজ ট্রেন ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলাচল করবে। বর্তমানে ৩৮টি ট্রেন চলাচল করলেও ভবিষ্যতে সেতুটি দিয়ে ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। সেতুর নীচে গ্যাস পাইপলাইন ও বিদ্যুৎ-লাইন স্থাপিত রয়েছে, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।