
ঈদ-রমজান উপলক্ষে ইন্দোনেশিয়া মহাসড়কের টোল এবং বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষ্যে দেশটির প্রধান মহাসড়কে টোল কমানোর এবং অভ্যন্তরীণ বিমান ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছেন। ২ মার্চ রোববার চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদন অনুসারে, রমজান ও ঈদের সময়ে বিপুল সংখ্যক মানুষ তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কগুলোর টোলও কমানো হবে। মুসলিম সম্প্রদায়ের রোজা পালন এবং সাচ্ছন্দ্যে ঈদ উদযাপনের জন্য সরকার সবরকম সহযোগিতা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় গত শনিবার (১ মার্চ) থেকে রমজান মাস শুরু হয়েছে। এই সময়ে দেশটির জনগণ সাধারণত তাদের পরিবারে ফিরে যান, এবং সরকার জনগণের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।