মালয়েশিয়া হাইকোর্ট ইএসকেএলের টার্মিনেশন স্থগিত করল

মালয়েশিয়া হাইকোর্ট ইএসকেএলের টার্মিনেশন স্থগিত করল

মালয়েশিয়া প্রবাসীদের সেবা প্রদানকারী ওয়ান স্টপ সার্ভিস আউটসোর্সিং কোম্পানি, এক্সপ্যাট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল)-এর টার্মিনেশন স্থগিত করেছে বাংলাদেশ হাইকোর্ট।

ইএসকেএল, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ই-পাসপোর্ট প্রক্রিয়াকরণ ও ভিসা সেবা প্রদানকারী আউটসোর্সিং কোম্পানি হিসেবে চুক্তি স্বাক্ষর করে। তবে, চুক্তি স্বাক্ষরের এক বছরও না পেরোতেই ২০২৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন একটি নোটিশের মাধ্যমে ইএসকেএল এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। চুক্তির ৮(বি) ধারা অনুযায়ী, চুক্তি বাতিলের জন্য ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইএসকেএল-কে ৩ মাসের লিখিত নোটিশ প্রদান করা হয় এবং এই ধারা অনুযায়ী ২ মার্চ ২০২৫ এর মধ্যে চুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ইএসকেএল-কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।

ইএসকেএলের এমআরপি এবং ই-পাসপোর্ট সেবা প্রদানে সরকারের অনুমতি থাকলেও, বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট উইং যাতে দ্রুত ও সহজে এমআরপি প্রসেসিং করতে পারে, সেজন্য ই-পাসপোর্ট এবং ভিসা প্রসেসিংয়ের জন্য চুক্তি করা হয়েছিল। হাইকমিশনের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনের নেতৃত্বে ইএসকেএলের সঙ্গে ৩২ রিঙ্গিত সার্ভিস চার্জসহ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির ৮(বি) ধারা অনুযায়ী, এক বছর চুক্তির মেয়াদ সফলভাবে পার হওয়ার পর সেটি ৫ বছর বাড়ানোর শর্ত ছিল।

CATEGORIES
TAGS
Share This