দিল্লির পর এবার বিহারও ভূমিকম্পের ফলে কেঁপে উঠল

দিল্লির পর এবার বিহারও ভূমিকম্পের ফলে কেঁপে উঠল

ভারতের রাজধানী দিল্লির পর এবার বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিহারের সিওয়ান জেলায় ৪ মাত্রার ভূমিকম্প ঘটে। খবরটি প্রকাশ করেছে দ্য হিন্দু।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে বিহারে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং এর উৎপত্তি ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিহারের ভূমিকম্পটি দিল্লির ভূমিকম্পের আফটার শক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভব করার পর স্থানীয় অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে বাইরে চলে যান।

এর আগে, সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লি এবং আশপাশের এলাকায় এই কম্পন ঘটেছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, দিল্লির ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছাকাছি, যার গভীরতা ছিল ৫ কিলোমিটার।

যদিও ভূমিকম্পের মাত্রা ৪ ছিল, তবে অনেকেই জানিয়েছেন যে কম্পনটি ছিল বেশ শক্তিশালী। ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা সহ অন্যান্য এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। উল্লেখযোগ্য, গত ১১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি দিল্লিতে একই ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভূমিকম্পের পর সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, “দিল্লি এবং আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকতে এবং সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করছি। আফটারশক হতে পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। প্রশাসন পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

CATEGORIES
TAGS
Share This