আজ থেকে যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে

আজ থেকে যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে

আজ, বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে নতুন নির্মিত যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর মাধ্যমে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, নতুন সেতুতে ট্রেন চলাচল শুরু হওয়ার ফলে যমুনা বহুমুখী সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল আর করা হবে না। এই পদক্ষেপটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য নেওয়া হয়েছে।

নতুন রেল সেতু যাত্রা শুরুর পর, যাত্রীদের ট্রেনের মাধ্যমে যমুনা নদী পারাপার অনেক সহজ ও দ্রুত হবে। যমুনা বহুমুখী সেতুতে এখন থেকে শুধুমাত্র সড়ক ও যানবাহন চলাচল করবে, যা একদিকে সেতুর ব্যবহারের চাপ কমাবে এবং রেল চলাচলের জন্য নতুন সেতুর সুবিধা নিশ্চিত করবে।

এছাড়া, নতুন রেল সেতুর চালু হওয়ায় দেশের রেলওয়ে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

https://www.youtube.com/results?search_query=treetop+abroad
CATEGORIES
TAGS
Share This