
ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক
কুয়ালালামপুর: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যারা ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, আটককৃতরা মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী হিসেবে সেজে মালয়েশিয়ায় প্রবেশ করার চেষ্টা করছিলেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করেন, তবে যাচাইয়ের পর দেখা যায়, আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়।
মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি শনিবার (২৫ জানুয়ারি) একটি বিবৃতি প্রকাশ করে জানায়, বাংলাদেশি কোনো ব্যক্তিকে তাদের একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। আটককৃতরা ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করে ইমিগ্রেশন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।
এ ঘটনাকে ‘ন্যাকারজনক কাজ’ বলে অভিহিত করে বিবৃতিতে বলা হয়, এই ঘটনা শুধু মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেনি, বরং সরকারি প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলেছে। একাডেমি জনগণকে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে ধন্যবাদ জানিয়ে একাডেমি কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে আরো বলেছে, “আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে একযোগে কাজ করে এই ধরনের ঘটনা পুনরায় ঘটতে না দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নেবো।”