কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী দমন অভিযানে গ্রেফতার ৭১ বাংলাদেশি

কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী দমন অভিযানে গ্রেফতার ৭১ বাংলাদেশি

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭.১৫ মিনিটে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)-এর সহায়তায় জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বড় ধরনের অভিযান শুরু করা হয়। এই অভিযানে কুয়ালালামপুরের জনপ্রিয় পর্যটন এলাকা বুকিত বিনতাং-এর জালান আলোর আশেপাশে অবৈধভাবে অবস্থানরত ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, ৬০ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন নেপালের, তিন জন পাকিস্তানের, এবং এক একজন মিশর ও সুদানের নাগরিক রয়েছে। এই অভিযানে অংশগ্রহণকারী পুলিশ এবং অভিবাসন বিভাগের কর্মকর্তারা বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থানকারী অভিবাসীদের চিহ্নিত করে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এই আইনের অধীনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, বুকিত বিনতাং এলাকার জালান আলোর আশেপাশে বিদেশি এবং স্থানীয় পর্যটকদের বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়। এই এলাকা বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হলেও, সেখানে অবৈধ অভিবাসীদের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করছিল। এ কারণে এই অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া, ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে যে, বিদেশি নাগরিক এবং নিয়োগকর্তারা মালয়েশিয়ার অভিবাসন নীতিমালা ও আইন মেনে চলবেন। ভবিষ্যতেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং যারা অবৈধভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সরকার এবং ইমিগ্রেশন বিভাগের এই উদ্যোগ মালয়েশিয়ায় বসবাসরত বৈধ অভিবাসীদের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

CATEGORIES
TAGS
Share This