
সালমান খানের মুম্বাইয়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি
মুম্বাইয়ের সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রায় ৮ মাস পর। গত বছরের ১৪ এপ্রিল সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিবেদনে জানা যায়, এখন সালমানের বাড়ির জানালাগুলো বুলেটপ্রুফ করা হয়েছে এবং বাড়ির চারপাশে হাই-টেক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া, হাই রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে বাড়ির সুরক্ষা বাড়ানোর জন্য।
বিশেষত, সালমান খানের সেই বারান্দা, যেখান থেকে তিনি তার ভক্তদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান, সেখানে বুলেটপ্রুফ কাচ স্থাপন করা হয়েছে। নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে, দুই বাইক আরোহী সালমানের বাড়িতে গুলি চালায় এবং পরে পালিয়ে যায়। এই ঘটনায় সালমান খান পুলিশকে জানান যে, তিনি মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এই গুলি চালানোর পেছনে ছিলেন, এবং তার উদ্দেশ্য ছিল সালমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা।