অমর একুশে বইমেলা-২০২৫: ১২ প্রকাশনীকে প্যাভিলিয়ন বাতিল, নতুন প্যাভিলিয়ন পাচ্ছে ৫ প্রতিষ্ঠান

অমর একুশে বইমেলা-২০২৫: ১২ প্রকাশনীকে প্যাভিলিয়ন বাতিল, নতুন প্যাভিলিয়ন পাচ্ছে ৫ প্রতিষ্ঠান

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫: অমর একুশে বইমেলা-২০২৫-এর জন্য প্যাভিলিয়ন বরাদ্দে বড় পরিবর্তন ঘটেছে। ১২টি প্রকাশনীর প্যাভিলিয়ন বাতিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা অতীতে রাজনৈতিক প্রভাব বা অন্যায্য সুবিধা নিয়ে মেলার প্যাভিলিয়ন পেয়েছিল। এদিকে, ৫টি নতুন প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

বইমেলা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সূচিপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী সাঈদ বারী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রকাশকদের দাবি ছিল যে, অতীতে স্বৈরাচারী সরকারের সময় প্রভাব খাটিয়ে সুবিধা নেয়া প্রকাশনী প্রতিষ্ঠানগুলোকে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ না দেওয়া হোক। এর ফলস্বরূপ, ‘জার্নিম্যান’ প্রকাশনীসহ কিছু প্রতিষ্ঠান এবারের মেলায় প্যাভিলিয়ন পাচ্ছে না। এসব প্রতিষ্ঠানের জন্য ৩ ও ৪ ইউনিট স্টল বরাদ্দ করা হয়েছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠান ২৪ বাই ২৪ ফুট প্যাভিলিয়ন পাওয়ার কথা ছিল, তাদের মধ্যে রয়েছে অনিন্দ্য প্রকাশনী, অন্বেষা প্রকাশনী, কাকলী প্রকাশনী, পাঞ্জেরী পাবলিকেশন্স, পুঁথিনিলয়, মিজান পাবলিশার্স, এবং সময় প্রকাশনী। এসব প্রতিষ্ঠানের জন্য এবার ৪ ইউনিট স্টল বরাদ্দ করা হয়েছে। তাম্রলিপি প্রকাশনীর জন্য ৩ ইউনিট স্টল বরাদ্দ করা হয়েছে। একই মাপের প্যাভিলিয়ন পাচ্ছে অনুপম, আগামী, এবং অন্য প্রকাশ, যারা ২০ বাই ২০ ফুট প্যাভিলিয়ন পাবে।

নতুন প্যাভিলিয়ন পেয়েছে নালন্দা এবং পার্ল পাবলিকেশন্স, যা ৪ ইউনিট করে পাবে। এছাড়া, চারুলিপি প্রকাশন, জিনিয়াস পাবলিকেশন্স, বিশ্ব সাহিত্য ভবন ও শব্দশৈলীকে ৩ ইউনিট করে স্টল বরাদ্দ করা হয়েছে। তবে, ‘জার্নিম্যান বুকস’কে এবছর স্টলও বরাদ্দ না দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি চ্যানেল ২৪-কে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশার। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা একটি নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়।” তিনি আরো বলেন, “বাংলা একাডেমি এমন সিদ্ধান্ত কখনোই সমর্থন করা উচিত নয়। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা বইমেলার ক্ষতি চায়।”

এদিকে, বইমেলা-২০২৫ এর সদস্য সচিব সরকার আমিন চ্যানেল ২৪-কে জানিয়েছেন, “বইমেলা পরিচালনা কমিটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নীতি নির্ধারক ও প্রকাশক প্রতিনিধিসহ ৩১ সদস্য নিয়ে গঠিত। এই কমিটির সভায় সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

CATEGORIES
TAGS
Share This