টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত

টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে, যার অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে, নাহলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন কর্তৃক আরোপিত এই আইনটির বিরুদ্ধে মামলা করেছিলেন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।

বিবিসি জানায়, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, তবে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে। দেশটির প্রায় অর্ধেক জনগণ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিল।

যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার করতে পারে।

CATEGORIES
TAGS
Share This