মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী দমন অভিযানে ৩৭ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)-এর মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানান, অভিযানে ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৯ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত ছিলেন।

অভিযানের সময় গ্রেফতার এড়াতে অভিবাসীরা ছাদ এবং পানির ট্যাঙ্কে লুকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আবার কেউ কেউ দরজা খুলতে অস্বীকৃতি জানালে, তাদের বাধ্য হয়ে দরজা ভেঙে গ্রেফতার করা হয়। অভিযানে মোট ৮২ জনকে পরীক্ষা করা হয়, তবে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকের সংখ্যা জানা যায়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বৈধ পরিচয়পত্র ছাড়াই বসবাস করছিলেন এবং অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এছাড়া, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও রেগুলেশন ১৯৬৩ এর লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

এটি একটি আইন প্রয়োগকারী অভিযান, যা জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিবাসীরা বৈধ পাসপোর্ট ও পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্টে বসবাস করে আসছিলেন।

CATEGORIES
TAGS
Share This