ঢাকায় ফিরে এসেছেন লিবিয়ায় আটক থাকা ১৪৫ জন অভিবাসনপ্রত্যাশী

ঢাকায় ফিরে এসেছেন লিবিয়ায় আটক থাকা ১৪৫ জন অভিবাসনপ্রত্যাশী

লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ জন বাংলাদেশী অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তারা বুরাক এয়ার চার্টার্ড ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী লিবিয়ায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে প্রবেশ করেছিলেন।

তাদের বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফিরে আসার পর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সচেতন করে দেন যাতে ভবিষ্যতে কেউ লিবিয়া না যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্য, চিকিৎসা সেবা এবং প্রয়োজন হলে অস্থায়ী আশ্রয় প্রদান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করছে।

CATEGORIES
TAGS
Share This